ঢাবি মৃত্তিকা বিজ্ঞান বিভাগে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী
ঢাকা বিশ্ববিদ্যালয় মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘পুনর্মিলনী ও দ্বি-বার্ষিকী সাধারণ সভা’ শনিবার (৯ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তোফায়েল আহমেদ। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও প্রাক্তন অতিরিক্ত এটর্নি জেনারেল এম কে রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. ইমামুল হক, সম্মানিত অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল ইসলাম।##
লেখাপড়া২৪.কম/এমএইচ