জাবিতে সাংবাদিক সমিতির প্রিমিয়ার লীগ শুরু

juja cricket picজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন প্রিমিয়ার লীগ শুরু হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) বিকাল ৫টায় এ খেলার উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসাইন রাহাত।

 

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, কাজের প্রতি সাংবাদিকদের একঘেয়েমিতা দূর করতে এবং কিছুটা বিনোদন দেওয়ার জন্য মূলত আমরা এ ধরণের উদ্দ্যোগ গ্রহণ করেছি। আশা করি এ উদ্দ্যোগ সাংবাদিকদের নতুন প্রেরণা জুগিয়ে কাজের গতি বৃদ্ধিতে সহয়তা করবে।

 

Post MIddle

এ সময় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ সুজন, সহ-সভাপতি সানাউল্লা মাহী, কোষাধ্যক্ষ মো. সাইফ উদ্দিন আবির, দপ্তর ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম হীরা, সিনিয়র সাংবাদিক ওয়ালিউল্লাহ ওলি, মাহাতাব উদ্দিন রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী খেলায় ‘আনবিটেবল ৪৩’‎ (unbeatable 43) ‬৪ রানে ‘৪২ ফাইটারস্’ (42 Fighters) ‬কে হারিয়েছে। শনিবার প্রেসিডেন্ট রাইডারস্ (President Riders) এর সাথে লড়বেন (Secretary warriors‬)।

 

লেখাপড়া২৪.কম/জাবি/শারমীন/আরএইচ‪

 

পছন্দের আরো পোস্ট