জাবিতে ছাত্রলীগের নবীণ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আজ শনিবার (৯ এপ্রিল) বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি ও জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের (৪৫তম ব্যাচের) শিক্ষার্থীদের আগমন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আগামী (১১এপ্রিল) আয়োজন করেছে নবীণ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার (১১ইএপ্রিল) বিকাল ৪ টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে এ নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি ও জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনির সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাকসুর সাবেক ভিপি ও ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম এনামুল হক শামীম , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ সাবেক সভাপতি লিয়াকত সিকদার, ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান,বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস.এম.জাকির হোসাইন প্রমুখ।
ইতিমধ্যে অনুষ্ঠানকে কেন্দ্র করে নানা প্রস্তুতি নিতে শুরু করেছে শাখা ছাত্রলীগের নেতকর্মীরা।