জাবিতে চলছে পহেলা বৈশাখের প্রস্তুতি

IMG_20160407_133457পহেলা বৈশাখ তো এসে গেল । আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা । এর পরই বাঙালি জাতি মেতে উঠবে প্রাণের উৎসবে । বৈশাখকে বরণ করেনিতে জোর প্রস্তুতি চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের । বিভাগের শিক্ষার্থীদের ব্যস্ততম সময় কাটছে নানা ধরনের অনুষজ্ঞ তৈরির কাজে ।

 

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের কর্মসূচিতে রয়েছে ১৪ এপ্রিল সকাল ৯ টায় মঙ্গল শোভাযাত্রা । বিকাল ৪ টায় সেলিম আলদিন মুক্ত মঞ্চে বাংলা বিভাগ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান , নৃত্য , গান , নাটক , অনুষ্ঠিত হবে । শোভাযাত্রায় থাকবে মুরগি , টেপা পুতুল , মাছ , অসংখ্য মুখোশ ও পাখা ।

 

 

পছন্দের আরো পোস্ট