১৯২ বাংলাদেশি শিক্ষার্থীকে পূর্ণ বৃত্তি প্রদান করবে চীন
চীনা সরকার ২০১৬-২০১৭ শিক্ষা বর্ষের জন্য ১৯২ জন বাংলাদেশি শিক্ষার্থীকে পূর্ণ বৃত্তি প্রদান করবে। চীন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের সঙ্গে সঙ্গতি রেখে চীন ২০১৩ সাল থেকে প্রতিবছর ১৬২ জন বাংলাদেশি শিক্ষার্থীকে পূর্ণ সরকারি বৃত্তি প্রদান করে আসছে। ২০১৫ সালে শিক্ষার জন্য প্রায় ১০০০ বাংলাদেশিকে চীনা সরকার স্পন্সর করেছে। এছাড়া প্রতিবছর স্বল্পমেয়াদি বা দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের জন্য চীনা সরকার অনেক সুযোগ করে দিচ্ছে।
২০১৫ সালের ২৫ মে উপ-প্রধানমন্ত্রী মিসেস লিউ ইয়াংদং-এর প্রতিশ্রুতি অনুযায়ী চীনা সরকার তিনবছরের জন্য ব্যাচেলর, মাস্টার এবং ডক্টরেট কোর্সে ১০০ জনের মধ্যে পূর্ণ বৃত্তি প্রদান করবে। যার মধ্যে ২০১৬-২০১৭ শিক্ষা বছরে ৩০ জনকে বৃত্তি প্রদান করা হবে।