দুর্নীতির বিরুদ্ধে নাটোরের ৫০০ শিক্ষার্থীর শপথ

NATOR“দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বৃহস্পতিবার সকালে নাটোরের সিংড়া জোড়মল্লিকা নিঙ্গইন উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে দেশ পরিচালনার জন্য উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থীকে শপথ বাক্য পাঠ করানো হয়।

 

সিংড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ, দমদমা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস আকতার বানু, জোড়মল্লিকা নিঙ্গইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন প্রমুখ।

পছন্দের আরো পোস্ট