শিশু পার্ক বাস্তবায়নে শিক্ষার্থীদের মানববন্ধন

MN (26)

বিনোদন শিশুর একটি অধিকার। তাছাড়া শিশু অধিকার আইনের অনুচ্ছেদ ৪ এ বলা হয়েছে যে, সরকার শিশুদের অধিকারগুলোকে বাস্তবায়ন করবে। পটুয়াখালী জেলা শহরে ১২৪ বছরে প্রতিষ্ঠিত হইনি একটি শিশু বিনোদন কেন্দ্র। বর্তমান সরকারের প্রথম মেয়াদে মাননীয় প্রধানমস্ত্রী শেখ হাসিনা শিশুদের জন্য পটুয়াখালী সার্কিট হাউস সংলগ্ন এলাকায় ৫একর জমির উপর শেখ রাসেল শিশু পার্ক বরাদ্ধ করেন। ২০১১ সালের ৩মে ভিত্তি প্রস্থর স্থাপনসহ আংশিক কাজ সম্পন্ন করে আজ প্রায় ৫বছর পর্যন্ত কোন কাজ করতে দেখা যায় নাই।

পটুয়াখালী বিনোদন বঞ্চিত শিশুদের দাবী নিয়ে জেলা শিশু অধিকার রক্ষা কমিটি ৬মে বুধবার সকাল ১০টায় শেখ রাসেল পার্কের সামনে জেলার প্রাথমিক বিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে লোকাল ইয়ুথ পার্লামেন্ট-পটুয়াখালী, পটুয়াখালী রাইডার্স, পটুয়াখালী কিন্ডার গার্টেন স্কুল, প্রভাতি প্রি কাডেট স্কুল, সাউথ পয়েন্ট একাডেমী, স্কাইলার্ক স্কুল এন্ড কলেজ, গ্রীনগার্ডেন প্রি কাডেট স্কুল, লতিফ সরকারী প্রাথমিক বিদ্যালয়, রশিদ কিশলয় বিদ্যায়তন, আভাস শিশু শিক্ষা ও বিনোদন কেন্দ্র, ইনস্টিটিউট অব গ্রাফিক্স মিডিয়া এন্ড টেকনোলজি তাদের নিজস্ব ব্যানারে নিজ নিজ প্রতিষ্ঠান হতে প্রায় ২০০০ শিক্ষার্থী পদযাত্রা করে মানবন্ধন কর্মসুচিতে অংশগ্রহন করে।

Post MIddle

জেলা শিশু অধিকার রক্ষা কমিটির সভাপতি শ.ম দেলওয়ার হোসেন দিলিপের সভাপত্বিতে বক্তব্য রাখেন শুকতারা মহিলা সংস্থার পরিচালক মাহাফুজা ইসলাম, এসডিএ‘র নির্বাহী পরিচালক এনায়েত হোসেন, জেলা কমিনিষ্ট পার্টির সাধারন সম্পাদক মোতালেব মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মানস দত্ত, পটুয়াখালী মহিলা সমিতির পরিচালক মোফাজ্জেল হোসেন, জেলা জাতীয় পার্টির সভাপতি খাইরুল আলম মামুন, ইয়ুথ লিডার মো: জহিরুল ইসলাম, রশিদ কিশলয় বিদ্যায়তনের অধ্যক্ষ শিরিন নাহার, শিশু অধিকার রক্ষা কমিটির সদস্য মাকসুদা লাইজু প্রমুখ। এছাড়াও পটুয়াখালী জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, সামাজিক সংগঠন, সাংবাদিক সংগঠন, রাজনৈতিক দলের প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে পটয়াখালী জেলা প্রশাসক রবাবর স্বারকলিপি প্রদান করে মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব, পটুয়াখালী পৌর সভার মেয়র, জেলা পরিষদ প্রশাসক বরাবর অনুলিপি প্রদান করা হয়।

MN (14)

পছন্দের আরো পোস্ট