মিরপুর রুটে বাসের দাবিতে জাবিতে স্মারকলিপি

JUজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে মিরপুর রুটে বাস চালুসহ বিশ্ববিদ্যালয়ে বাসের সংখ্যা বৃদ্ধির দাবিতে স্বারকলিপি প্রদান করেছে ছাত্র ইউনিয়ন জাবি সংসদ।বুধবার সাড়ে ১১টার দিকে উপাচার্যের কার্যলয়ে এ স্মারকলিপি প্রদান করে সংগঠনটির নেতাকর্মীরা।

 

Post MIddle

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঢাকার একটি গুরুত্বপূর্ণ জায়গা হওয়ায় প্রতিদিনই বিপুল অংশ শিক্ষার্থীকে মিরপুর যেতে হয়। অথচ এই গুরুত্বপূর্ণ রুটে কোনো বাস নেই। ২০১০ সাল পর্যন্ত বাস থাকলেও এখন কোনো বাস এই রুটে চলাচল করে না। প্রায় এক বছর আগে এক হাজার শিক্ষার্থীদের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি উপাচার্য বরাবর জমা দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।

 

এছাড়া আগামী ৯ তারিখের মধ্যে মিরপুর রুটে বাস না দিলে ১০ এপ্রিল ট্রান্সপোর্ট অফিস ঘেরাও করবে বলে জানান সংগঠনটির সভাপতি দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল।

পছন্দের আরো পোস্ট