জাবিতে সাংস্কৃতিক জোটের নবীনবরণ

DSC03150জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ‘মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়’ স্লোগানকে ধারণ করে আয়োজন করেছে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 
অনুষ্ঠানের উদ্বোধনকালে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন নবীণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় ডিগ্রি অর্জনের জায়গা নয়। এটা জ্ঞান উৎপাদন ও বিতরণ করার জায়গা। যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এসে সম্মিলিতভাবে জ্ঞানচর্চা করে থাকে।

Post MIddle

 
বর্তমান সাংস্কৃতিক জোটের সভাপতি জুবায়ের টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাংস্কৃতিক জোটের প্রথম আহ্বায়ক জাহিদুল ইসলাম হিটো, সাবেক সভাপতি শিমুল সালাহউদ্দিন প্রমুখ। এরপর ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

 

সাংস্কৃতিক আয়োজনের মধ্যে ছিল আনন্দন ও জলসিঁড়ির বরণ সঙ্গীত, আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’র আবৃত্তি প্রযোজনা, জাহাঙ্গীরনগর থিয়েটারের নাটক (টিএসসি) ‘একটি নন ফিকশন’ এবং জাহাঙ্গীরনগর থিয়েটারের নাটক (অডিটোরিয়াম) ‘চক্রব্যূহ’। #

 

 

লেখাপড়া২৪.কম/জাবি/শারমীন/আরএইচ

পছন্দের আরো পোস্ট