উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মত বিনিময় সভা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এ মাননান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে বুধবার (০৬ এপ্রিল, ২০১৬) উপাচার্যের দায়িত্ব পালনের ৩ বছর পূর্তিতে এক মত বিনিময় সভায় মিলিত হন।এ সময় ডিজিট্যাল বাংলাদেশ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়কে তিনি ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করার কথা পুর্নব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রো-উপাচার্য প্রফেসর ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আবু তাহের ও রেজিস্ট্রার অধ্যাপক ড. আবুল হোসাইন আহমেদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।