মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগে সেমিনার
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে “ইলেকট্রিক্যাল সার্ভিসেস : ডিজাইন ফর হাই রাইজ বিল্ডিং” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মিরপুর ক্যাম্পাসের সেমিনার রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও বিশিষ্ট ফার্মাসিস্ট প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট তড়িৎ প্রকৌশল বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার মো. শাহ আলম তালুকদার। সভাপতিত্ব করেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইয়াকুব হোসেইন।
ইইই বিভাগের শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে অন্যান্যের মাঝে বক্তৃতা করেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইকরাম আলী শেখ, বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এম. ওমর আলী, রেজিস্ট্রার আবুল বাশার খান, সহকারী অধ্যাপক কে. এম. আকতারুজ্জামান, সিনিয়র লেকচারার ও ইইই ইভেনিং প্রোগ্রামের কো-অর্ডিনেটর সাইদ ইসলাম প্রমুখ। ##
লেখাপড়া২৪.কম/এমএইচ