বাষ্পীয় বিষক্রিয়ায় আক্রান্ত শিখন স্কুলের ২৬ শিক্ষার্থী

1459766082নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দক্ষিণ নাড়িবাড়ি হাজিবাজারের প্রবাসী আসমত আলীর বাড়িতে অবস্থিত শিখন স্কুলের ২৬ জন শিক্ষার্থী বাষ্পীয় বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে,সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ওই শিখন স্কুলের শিক্ষার্থীরা স্কুলে ইংরেজি বিষয়ের ক্লাস শুরু করলে বিষাক্ত বাতাসের গন্ধে প্রথমে বাবু (১২) নামের এক স্কুলছাত্রের মুখ দিয়ে রক্ত বমি বের হয়।

 

এরপর আতঙ্কিত ওই ক্লাসের ২৬জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ খবর বাইরে ছড়িয়ে পড়লে তাদের দেখতে আসা তিনজন মহিলাও অসুস্থ হয়। এসময় ওই ক্লাসের শিক্ষিকা মাসুদা বেগম ঘটনাটি শিখন কর্মকর্তাদের জানালে তারা তাৎক্ষণিকভাবে বাস্পীয় বিষক্রিয়ায় অসুস্থ শিক্ষার্থী ইমন (১০), আশা (১২), মীম (১০), রিতু (৯), আলুফা (১৪), তারিকুল (১১), তানহা (১২), সাব্বির (১০), মদিনা (১০), রিয়া (১০), আশিক (১৩), সাদিয়া (১২), বাবু (১৩), শিহাব (১০), দর্শনার্থী লতা (২০), রত্না (২৫), সিয়াম (২০), জুলেখা (৩৩),বাড়িমালিকের স্ত্রী আছমাসহ(৪০) ২৬ জনকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এদের মধ্যে দক্ষিণ নাড়িবাড়ির বাকেরের মেয়ে তানহা ও সাইদুলের মেয়ে আলুফাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।স্কুলে কর্তব্যরত শিক্ষিকা মাসুদা বেগম জানান,শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার ঘটনা আমি বুঝতেই পারিনি। বাতাসের বিষাক্ত গন্ধে এ ঘটনা ঘটেছে বলে আমার ধারণা। প্রাথমিক চিকিৎসায় সুস্থ শিক্ষার্থী মেহেদী (১০), মিরাজ (৯) ও কাউসার (১২) জানায়, স্কুলের জানালা দিয়ে বাতাসে বিষাক্ত গন্ধ নাকে লাগলে সবাই অসুস্থ হয়ে যাই।

 

Post MIddle

অপরদিকে ২০১৩ সাল থেকে পরিচালিত ইউরোপীয় ইউনিয়নের সেভ দ্য চিলড্রেন প্রকল্পের আওতায় ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর ওই শিখন স্কুলের ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুল আলীম জানান, বিদ্যালয়ের ভেতরের পরিবেশ ভালো থাকলেও বাইরের কোন বাস্পীয় বিষাক্ত গন্ধে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে বলে আমার ধারণা। তবে আমরা তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি। শিক্ষার্থীরা সুস্থ না হওয়া পর্যন্ত বিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আনন্দমোহন মন্ডল বলেন, কার্বনডাই অক্সাইডের কারণে এমনটি হতে পারে। তবে তদন্তপূর্বক সঠিক তথ্য পাওয়া যাবে।গুরুদাসপুর থানার ওসি মোহাম্মদ ইব্রাহীম হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের খোঁজখবর নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বলেন এ ধরণের অনাকাঙ্খিত বিষয়টি তদন্ত করা হচ্ছে।

 

 

পছন্দের আরো পোস্ট