ঢাবি ও এনবিআর এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর মধ্যে গতকাল (৩ এপ্রিল ২০১৬) রবিবার সন্ধ্যায় বিজনেস স্টাডিজ অনুষদের আবদুল্লাহ ফারুক কনফারেন্স হলে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।