ঢাবিকে আইসিবি’র গাড়ি প্রদান
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি নতুন মাইক্রোবাস হস্তান্তর করেছে। সোমবার (৪ এপ্রিল) বিকেলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নিকট আইসিবি’র চেয়ারম্যান অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমেদ গাড়িটি হস্তান্তর করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, আইসবি’র ব্যবস্থাপনা পরিচালক মো: ইফতেখার উজ জামান, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো: বাহালুল হক চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গাড়িটি বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের জরুরী কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করা হবে। ##
লেখাপড়া২৪.কম/এমএইচ