ড্যাফোডিলে আন্তর্জাতিক প্রশিক্ষণ
বাংলাদেশে কৃষিভিত্তিক খাদ্য প্রক্রিয়াকরণে উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্য নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত গ্রামীন উন্নয়ন কেন্দ্র (সিরডাপ), আইএফআইসি ব্যাংক, বেসিক ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংকের যৌথ উদ্যোগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ‘কৃষিভিত্তিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ’ শীর্ষক চারদিন ব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ (২ এপ্রিল ২০১৬) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শুরু হয়েছে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরডাপের মহাপরিচালক ড. সিসেফ ইফেন্দি, আইএফআইসি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব এসএমই ডিভিশন টি আই এম রওশন জাদিদ, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিনান্তি তালুকদার এবং বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মোঃ ইকবাল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিরডাপের পরিচালক ড. ইভা বিনিতা এ. টুজন, বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতির সভাপতি মৌসুমী ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এ্যালাইড হেলথ সাইন্সেস অনুষদের ডীন প্রফেসর ড. আহমেদ ইসমাইল মোস্তফা এবং ডিআইইউ ইনোভেশন এন্ড ইনকিউভেশন সেন্টারের পরিচালক আবু তাহের খান। প্রশিক্ষণ পরিচালনা করেন ইন্দোনেশিয়ার সিবি কাজিই ফুড এর প্রকৌশলী ক্রিস্টি আওয়ান, ক্রিপিক ভঙ্গল পিসাংক এর প্রতিষ্ঠাতা বিবিত সুপ্রিয়ত এবং শ্রী প্ররাওয়ান্তী। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট এফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান উদ্ভোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে কৃষিভিত্তিক খাদ্য প্রক্রিয়াকরণে নারীদের দক্ষতা বৃদ্ধি এবং সফল উদ্যোক্তা হিসাবে তৈরি করা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আইএফআইসি ব্যাংক এবং বেসিক ব্যাংকের ৩০ জন নারী প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করে। এ প্রশিক্ষণ আগামী ৫ এপ্রিল ২০১৬ তারিখ পর্যন্ত চলবে।