খোকসায় নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা

HSC.1কুষ্টিয়ার খোকসায় এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর নকলমুক্ত পরিবেশে অনুষ্টিত হয়েছে। গতকাল রবিবার সকালে খোকসা বিশ্ববিদ্যালয় কলেজ ও শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজ ২ টি কেন্দ্রে, এইচ এস সি ৭৫৫ জন, অনুপস্থিত ৮ জন ও বিএম শাখার ১২৮ জন, অনুপস্থিত ৩ জন। এর মধ্যে এইচএসসি ৩৬৫ জন বিএম ৬০ জন ও শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজ কেন্দ্রে এইচএসসি ৩৯০ জন বি এম (ভেন্যু ) কেন্দ্রে ৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন।

 

Post MIddle

কেন্দ্র ২ টিতে সুষ্ঠু ও সুন্দর নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা খান পরীক্ষা কেন্দ্র গুলি পরিদর্শন করেন এবং সমেত্মাষ প্রকাশ করে। এ ছাড়াও শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজ কেন্দ্রে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহম্মদ আবুল মনসুর সার্বক্ষনিক উপস্থিত থেকে পরীক্ষার কক্ষ পরিদর্শন করেন। পরীক্ষা চলাকালীন সময় উপজেলা পরীক্ষা পরিদর্শন টিম কেন্দ্র ২টি ঘুরে দেখেন।

পছন্দের আরো পোস্ট