খোকসায় নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা
কুষ্টিয়ার খোকসায় এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর নকলমুক্ত পরিবেশে অনুষ্টিত হয়েছে। গতকাল রবিবার সকালে খোকসা বিশ্ববিদ্যালয় কলেজ ও শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজ ২ টি কেন্দ্রে, এইচ এস সি ৭৫৫ জন, অনুপস্থিত ৮ জন ও বিএম শাখার ১২৮ জন, অনুপস্থিত ৩ জন। এর মধ্যে এইচএসসি ৩৬৫ জন বিএম ৬০ জন ও শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজ কেন্দ্রে এইচএসসি ৩৯০ জন বি এম (ভেন্যু ) কেন্দ্রে ৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন।
কেন্দ্র ২ টিতে সুষ্ঠু ও সুন্দর নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা খান পরীক্ষা কেন্দ্র গুলি পরিদর্শন করেন এবং সমেত্মাষ প্রকাশ করে। এ ছাড়াও শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজ কেন্দ্রে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহম্মদ আবুল মনসুর সার্বক্ষনিক উপস্থিত থেকে পরীক্ষার কক্ষ পরিদর্শন করেন। পরীক্ষা চলাকালীন সময় উপজেলা পরীক্ষা পরিদর্শন টিম কেন্দ্র ২টি ঘুরে দেখেন।