বিশ্ববিদ্যালয়ে ফ্রি পড়ছেন নারী পোশাক কর্মীরা

garment_103298একেবারে বিনা খরচে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পাচ্ছেন পোশাক শিল্পের মেধাবী নারী কর্মীরা৷ তাঁদের এ সুযোগ দিয়েছে বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়৷ ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শুরু করেছেন ২২ জন পোশাক কর্মী৷ পোশাক কর্মীদের এমন সুযোগ করে দিয়েছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডাব্লিউ)৷বেসরকারি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই দাবি করে আসছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো যাঁর টাকা আছে তারা শুধু তাঁকেই লেখাপড়ার সুযোগ দেয় না, তাদের কাছে বরং শিক্ষার্থীর মেধাই সবচেয়ে বড় কথা৷

 

Post MIddle

সম্প্রতি তারাই বাংলাদেশের পোশাক শিল্পের মেধাবী নারী কর্মীদের বিনা খরচে লেখাপড়ার সুযোগ দিয়েছে৷ প্রথম বছরে সুযোগ পেয়েছেন ২২ জন৷ রীতিমতো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এ সুযোগ পেয়েছেন তাঁরা৷ বাংলা, অংক ও ইংরেজী বিষয়ে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন এসএসসি পাশ মোট ৬২২ জন নারী পোশাক কর্মী৷

 

পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে চূড়ান্তভাবে মনোনীত ২২ জন প্রাক-বিশ্ববিদ্যালয় পর্বের দু’বছরের কোর্স শুরু করেছেন গত জানুয়ারি থেকে৷ বাংলাদেশের নারী পোশাক কর্মীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার খবর নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান৷

পছন্দের আরো পোস্ট