ঢাবি প্রাণিবিদ্যা বিভাগে ১০ লাখ টাকার অনুদান

03-04-2016_Zoology Chek1বিভাগের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ মো: হুমায়ুন কবির ১০ লাখ টাকার অনুদান প্রদান করেছেন। আজ (৩ এপ্রিল ২০১৬) রবিবার উপাচার্য দফতর সংলগ্ন লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদানের এই চেক বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আনোয়ারুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

 

Post MIddle

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রাণিবিদ্যা বিভাগের উন্নয়নে অনুদান প্রদান করায় অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ মো: হুমায়ুন কবিরকে ধন্যবাদ জানিয়ে বলেন, একজন শিক্ষকের সীমিত সঞ্চয় থেকে অনুদান প্রদান করার দৃষ্টান্ত বিরল। তাঁর এই দৃষ্টান্ত অনুসরণ করার জন্য উপাচার্য সকলের প্রতি আহ্বান জানান। এই অনুদান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

03-04-2016_Zoology Chek

পছন্দের আরো পোস্ট