ঢাবি উপাচার্যের সাথে এআইবিএস ফেলোর সাক্ষাৎ
আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (এআইবিএস)-এর সিনিয়র ফেলো মিখাইল বোলার রবিবার (৩ এপ্রিল ২০১৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেছেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এ এস এম আতীকুর রহমান এবং এআইবিএস-এর আবাসিক ফেলো সুদীপ্ত রায় উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এআইবিএস-এর মধ্যে চলমান যৌথশিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন।