ঢাবিতে অণুপ্রাণ বিজ্ঞান বিভাগে ট্রেনিংএর উদ্বোধন

Picture-2 (3-4-2016).JPGঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগে আজ (৩ এপ্রিল ২০১৬) রবিবার “সেন্টার ফর বায়োইনফরমেটিক্স লার্নিং অ্যাডভান্সমেন্ট এন্ড সিস্টেমেটিক্স ট্রেনিং” (সিব্লাস্ট)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেন্টারের উদ্বোধন করেন।

 

প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ।

 

Post MIddle

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, জ্ঞান-বিজ্ঞানকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে “সেন্টার ফর বায়োইনফরমেটিক্স লার্নিং অ্যাডভান্সমেন্ট এন্ড সিস্টেমেটিক্স ট্রেনিং” (সিব্লাস্ট)-এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। তথ্য-উপাত্তের মাধ্যমে সত্যের গভীরতম স্থানে পৌছানো যায়। তথ্য ব্যাংক, বীমা, ব্যবসা-বাণিজ্য তথা সমাজ পরিচালনা করে। তথ্য-প্রযুক্তি আমাদের সকল কাজ সহজ করে দিয়েছে। বিজ্ঞানের গবেষণাক্ষেত্রে এই সিব্লাস্ট যুগান্তকারী ভূমিকা রাখবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

 

পরে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এই সেন্টারে একটি নতুন অত্যাধুনিক ল্যাব উদ্বোধন করেন।

 

 

পছন্দের আরো পোস্ট