জাবিতে তনু হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল
তনু’র হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যানারে প্রগতিশীল ছাত্রজোট।আজ রোববার সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সাংস্কৃতিক জোটের সভাপতি জোবায়ের টিপু বলেন, এরকম একটি নিরাপত্তা বলয়ের মধ্য থেকে যদি তাকে হত্যা করা হয়ে থাকে। তাহলে রাষ্ট্রের নিরাপত্তা কোথায়। অতিদ্রুত নাট্যকর্মী সোহাগী জাহান তনু’র হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানান তিনি।
এ সময় শতাধিক সাংস্কৃতি সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।