গাজী গ্রুপ জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং গাজী গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় “গাজী গ্রুপ ৩৪তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ-২০১৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বিকাল ৫.০০ টায় শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে (উডেনফ্লোর জিমনেসিয়াম) অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জাতীয় ক্রীড়া পরিষদের মাননীয় সচিব জনাব অশোক কুমার বিশ্বাস উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব জনাব আশিকুর রহমান মিকু। অনুষ্ঠান পরিচালনা করেন টূর্ণামেন্ট কমিটির সদস্য সচিব শেখ নূর ইসলাম।