ইউল্যাবে ব্যাসিক কম্পিউটার নেটওয়ার্কিং কর্মশালা
শনিবার ইউনিভারসিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ(ইউল্যাব) এর ইলেক্ট্রনিকস ক্লাব ‘ব্যাসিক কম্পিউটার নেটওয়ার্কিং’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করে। ইলেক্ট্রনিকস এন্ড টেলিকমিউনিকেশন অনুষদ এর সহকারী অধ্যাপক ড. খালেদা আলি এবং প্রভাষক প্রতাপ কুমার মাহান্তা এ কর্মশালার উদ্বোধন করেন। বিভিন্ন ডিপার্টমেন্ট এর ৩০ জন ছাত্রছাত্রী এ কর্মশালায় অংশগ্রহন করে। ইউল্যাব ইলেক্টনিক্স ক্লাব এর প্রেসিডেন্ট সাকিব রাহাত চৌধুরী কর্মশালাটি সঞ্চালন করেন।#
আরএইচ