স্কলারস্ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

কুষ্টিয়া ম্যপবৃহত্তর কুষ্টিয়ায় বে-সরকারি ভাবে সর্বোচ্চ বৃত্তি প্রদানকারি সংস্থা ‘‘দ্যা স্কলারস্ ফাউন্ডেশন, কুষ্টিয়ার’’ ২০১৫ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে । স্কলারস্ ফাউন্ডেশন ঐতিহ্যগতভাবে প্রতি বছরের ১ এপ্রিল বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করে থাকে। ২০১৫ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার ফলাফল ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট লেখক, সাহিত্যিক, কলামিষ্ট অধ্যাপক আবু জাফর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর পরিচালক পরিচালক মোঃ রেজাউল করিম, সহকারী পরিচালক মাহবুব মাজহার, উসমান গনি ও সদস্য সচিব আব্দুর রহমান প্রমুখ । এ বছর জেলার সর্বোচ্চ মেধাবীদের মধ্য থেকে ১৬৬ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হবে । প্রথম গ্রেড, দ্বিতীয় গ্রেড ও সাধারন গ্রেড এই তিন সত্মরে বৃত্তি দেওয়া হয় ।

 

Post MIddle

পঞ্চম শ্রেণীতে প্রথম গ্রেডে বৃত্তি প্রাপ্ত ৩ জন যথাক্রমে:- ৫৫০৬৭, ৫৫৫৩৬, ৫৫০৬৬, দ্বিতীয় গ্রেডে বৃত্তি প্রাপ্ত ৫ জন যথাক্রমে:- ৫৫৪৭০, ৫৫৬৪৭, ৫৫৪০৯, ৫৫৪৮২, ৫৫৪৭৯, সাধারন গ্রেডে বৃত্তি প্রাপ্ত ৪৬ জন যথাক্রমে:- ৫৫০৭৪, ৫৫৬৮৫, ৫৫৪৭১, ৫৫০০২, ৫৫৪৩৭, ৫৫৬৪১, ৫৫৬৪৩, ৫৫৬৫৬, ৫৫৫০৪, ৫৫০৪৮, ৫৫৪১১, ৫৫৪০৮, ৫৫৪৩৬, ৫৫১৭৯, ৫৫২৬৬, ৫৫৫১০ , ৫৫১৮৩, ৫৫৪৩৫, ৫৫০৮২, ৫৫৫৯৭ , ৫৫৬৭০, ৫৫৪৩০, ৫৫৬২৬, ৫৫৬৩৫, ৫৫৬৩৪ , ৫৫৪৬৯, ৫৫৪৬৪, ৫৫৫১৮, ৫৫১২২, ৫৫৯১৪, ৫৫৬৩৩, ৫৫৬২৮, ৫৫৬৪০, ৫৫১৬২, ৫৫৫৯৪, ৫৫৫৯৫, ৫৫৫৬৯, ৫৫৫৭০, ৫৫৫৭১, ৫৫০৭৮, ৫৫০৮৯, ৫৫৪৯৭, ৫৫৪৯৮, ৫৫১৯১, ৫৫৯১৯, ৫৫২৫৭। ষষ্ঠ শ্রেণীতে প্রথম গ্রেডে বৃত্তি প্রাপ্ত ৩ জন যথাক্রমে:- ৫৬৪০৮, ৫৬৯০৪, ৫৬১৮১, দ্বিতীয় গ্রেডে বৃত্তি প্রাপ্ত ৫ জন যথাক্রমে:- ৫৬৫০৫, ৫৬৫৮১, ৫৬০০১, ৫৬০৩৭, ৫৬০০৮, সাধারন গ্রেডে বৃত্তি প্রাপ্ত ৩৯ জন যথাক্রমে:- ৫৬১৮০, ৫৬০১০, ৫৬৪০৭, ৫৬১২৩, ৫৬০৯৮, ৫৬০০৭, ৫৬০৯৯, ৫৬৪৫৫, ৫৬৫৭৮, ৫৬০৮৫, ৫৬০৩০, ৫৬০৬০, ৫৬৫৮৪, ৫৬০০৯, ৫৬০৭৯, ৫৬৫৭৯, ৫৬৪০৬, ৫৬০১১, ৫৬৪৩৯, ৫৬১৩৮, ৫৬১২৫, ৫৬১২৬, ৫৬০৫৬, ৫৬৪১৬, ৫৬৪৫৭ ,৫৬৫১২, ৫৬০৫৩, ৫৬৫৮৩, ৫৬০৩৯ , ৫৬৯২৫, ৫৬৫২৭, ৫৬৫৩২ ,৫৬৫৩৩, ৫৬১৪৩, ৫৬১৪২ ,৫৬৪৮৪,৫৬৪৮৫, ৫৬৪৮৬, ৫৬৪৯০। সপ্তম শ্রেণীতে প্রথম গ্রেডে বৃত্তি প্রাপ্ত ৩ জনযথাক্রমে:- ৫৭০৭১, ৫৭০০৮, ৫৭১১৭, দ্বিতীয় গ্রেডে বৃত্তি প্রাপ্ত ৫ জন যথাক্রমে:- ৫৭০৭২, ৫৭১৩৬, ৫৭০২০, ৫৭০৭৮, ৫৭১৩১, সাধারন গ্রেডে বৃত্তি প্রাপ্ত ১৮ জন যথাক্রমে:- ৫৭০০৯, ৫৭০৮২, ৫৭১৩২, ৫৭০৭৩, ৫৭০৪৩, ৫৭১৪১, ৫৭৪৯৮, ৫৭০২২, ৫৭৪১৮, ৫৭০৬৪, ৫৭৪১৩, ৫৭০৫৮, ৫৭১০৯, ৫৭০৫৬, ৫৭০৪৫, ৫৭০৪২, ৫৭০৩২, ৫৭০৫০। অষ্টম শ্রেণীতে প্রথম গ্রেডে বৃত্তি প্রাপ্ত ৩ জন যথাক্রমে:- ৫৮০৪৩, ৫৮০১৪, ৫৮৪১৫,দ্বিতীয় গ্রেডে বৃত্তি প্রাপ্ত ৫ জন যথাক্রমে:- ৫৮৪৫১, ৫৮৪২৭, ৫৮০৮৫, ৫৮৮১৫, ৫৮৪২০, সাধারন গ্রেডে বৃত্তি প্রাপ্ত ১৩ জন যথাক্রমে:- ৫৮১১৭, ৫৮০৬৯, ৫৮১১৪, ৫৮৪৬৮, ৫৮০৪৭, ৫৮০১৩, ৫৮৪৫৬, ৫৮১১১, ৫৮০১৬, ৫৮৪৩৫, ৫৮০৩৪, ৫৮০৩৩, ৫৮০৩১। নবম শ্রেণীতে প্রথম গ্রেডে বৃত্তি প্রাপ্ত ৩ জন যথাক্রমে:- ৫৯৪১৬, ৫৯৪৪৪, ৫৯০৩৬, দ্বিতীয় গ্রেডে বৃত্তি প্রাপ্ত ৫ জন যথাক্রমে:- ৫৯৪৪৩, ৫৯০৯১, ৫৯০৮৭, ৫৯০২৯, ৫৯০৫৮, সাধারন গ্রেডে বৃত্তি প্রাপ্ত ১০ জন যথাক্রমে:- ৫৯৪৪১, ৫৯০৯৪, ৫৯৪০৮, ৫৯৪১২, ৫৯১০৩, ৫৯৪১৩, ৫৯১০৫, ৫৯০৯৩, ৫৯০৭৩,৫৯১০৬ বৃত্তি পরীক্ষার ফলাফল ও কৃতি ছাত্র-ছাত্রীদের ছবি সম্বলিত একটি বিশেষ ক্রোড়পত্র ‘‘সাপ্তাহিক কুষ্টিয়ার দিগমত্ম’’ পত্রিকার শুক্রবার সংখ্যায় প্রকাশ হচ্ছে ও কুষ্টিয়ার স্থানীয় দৈনিকে রেজাল্ট পাওয়া যাবে। এছাড়াও স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান, ফাউন্ডেশনের নির্ধারীত প্রতিনিধি এবং ফাউন্ডেশনের নিজস্ব website এ রেজাল্ট পাওয়া যাবে। website ঠিকানা – www.tsfkst.comও www.matirkhobor.com। এছাড়াও নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ সাপেক্ষে ফলাফল পাওয়া যাবে- ০১৭৮০-৭৩৩৭৬৬।

পছন্দের আরো পোস্ট