জাককানইবিতে হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা

DSC04750নিজেদের প্রোগ্রামিং দক্ষতার যাচাই করতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির খুদে শিক্ষার্থীরা ৩১মার্চ অংশ নেয় জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগ বাংলাদেশের ১৬টি ভেনুতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য “জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা -২০১৬” -এর ময়মনসিংহ আঞ্চলিক পর্বের অনুষ্ঠান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্বাবধানে অনুষ্ঠিত হয়।

 

এতে অংশগ্রহন করে ময়মনসিংহ,জামালপুর,শেরপুর,নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার প্রায় ৮০-৯০ টি স্কুল কলেজের শিক্ষার্থীরা। আইসিটি কুইজ প্রতিযোগিতা ও প্রোগ্রামিং প্রতিযোগিতা এই দু ক্যাটাগরির পরীক্ষায় কুইজে ৬০ জন এবং প্রোগ্রামিং এ ৪০ জন বিজয়ীদের হাতে পুরষ্কার তোলে দেন বিশেষ অতিথি বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা ।

 

আগামী ১৬ এপ্রিল ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। প্রোগ্রামিংয়ের পাশাপাশি এতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) কুইজ প্রতিযোগিতাও থাকছে। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ।

 

Post MIddle

এই সম্পর্কে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রভাষক সঞ্জয় কুমার মূখার্জী জানান, ছোটবেলা থেকে প্রোগ্রামিংয়ে আগ্রহ তৈরী করতে এসব কন্টেস্ট খুবই গুরুত্বপূর্ণ এতে করে ভবিষ্যতে প্রোগ্রামিংয়ে খুদে এই মেধাবীরা আরো ভালো করতে পারবে। খুদে প্রোগ্রামাররা বেশ আগ্রহ নিয়ে অংশ নিচ্ছে প্রতিযোগিতায়। গত বছরের চেয়ে এবার অংশগ্রহণও বেড়েছে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সাইফুল ইসলাম। অনুষ্ঠানের সদস্য সচিব ছিলেন সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,উক্ত বিভাগের শিক্ষার্থী নাহিদ মন্ডল ।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট