বশেমুরবিপ্রবিতে ক্যারিয়ার আড্ডায় আসছেন সুশান্ত পাল

12923353_10154019299823771_5747838402884940033_nগোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)ক্যারিয়ার আড্ডায় ক্যাম্পাস মাতাতে আসছেন কাস্টমস কর্মকর্তা সুশান্ত পাল। ২ এপ্রিল (শনিবার) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এই ক্যারিয়ার আড্ডা অনুষ্ঠিত হবে।

 

Post MIddle

এই ক্যারিয়ার আড্ডার অন্যতম আহবায়ক এম এম আব্দুল্লাহ জানান, আমাদের ক্যারিয়ারভিত্তিক নতুন সংগঠন ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে আমরা এই প্রগ্রামটি করতে যাচ্ছি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.খোন্দকার মোঃ নাসির উদ্দিন। প্রগ্রামের আরেক আহবায়ক রেওয়াজুল ইসলাম জানান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট স্পিস, বিসিএস এক্সাম প্রিপারেশন টিপস ও প্রশ্নোত্তর, আইবিএ/এমবিএ পরীক্ষার প্রস্তুতিমূলক বক্তব্য, জব ইন্টারভিউ টিপসসহ ৫ টি বিষয় থাকছে এই প্রোগ্রামে। ক্যারিয়ার আড্ডার পৃষ্ঠপোষকতায় থাকছে, শেখ স্ন্যাকস ও খান লাইব্রেরী।

 

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট