বিইউ’তে পরিবেশ বিষয়ে গবেষণার ফল প্রকাশ

pic-6যানজটমুক্ত, পরিবেশবান্ধব, দূষণমুক্ত, কাঙ্খিত ও স্বপ্নের ঢাকা মহানগর গড়ার লক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটির আরবান ল্যাব ইতোমধ্যে বিভিন্ন বিষয়ের ওপর গবেষণা কর্ম সম্পন্ন করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) যৌথ আয়োজনে ‘নাগরিক স্বাস্থ্যের ওপর বায়ূদূষণের ক্ষতিকর প্রভাব’-শীর্ষক আর একটি গবেষণা প্রতিবেদনের ফলাফল বৃহস্পতিবার (৩১ মার্চ) উপস্থাপন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জনাব আনিসুল হক বলেন, বায়ু দূষণে ঢাকার প্রতি চারজনের একজন শিশু ফুসফুসে আক্রান্ত। পরিবেশের উন্নতি না হলে আগামীতে এসংখ্যা আরও বেড়ে যাবে।’ বাংলাদেশ ইউনিভার্সিটি’র আরবান ল্যাবের গবেষণা ফলাফলের ভিত্তিতে মেয়র আনিসুল হক বলেন, ‘ভবিষ্যতে ভূমিকম্প হবে এজন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। কিন্তু ফুসফুস আক্রান্তের কারণে প্রতিদিন এই শহরের শতকরা ২৫ ভাগ শিশুর জীবনে ১০ রিক্টার থেকে ১৫ রিক্টার ভূমিকম্প হয়ে যাচ্ছে। এর অনেকগুলো কারণ থাকতে পারে তবে সবকিছুকে ছাড়িয়ে দেখা গেছে দূষিত বাতাসই সবচেয়ে বড় কারণ। ফুসফুস আক্রান্ত শিশুকে হয়তো সারাজীবনেই এই অভিশাপ বয়ে বেড়াতে হবে।’

 

pic-5আনিসুল হক বলেন, ‘শিশুসহ সব মানুষের বাসযোগ্য করে তোলার জন্য ঢাকা মহানগরকে গ্রিন ও ক্লিন করা হচ্ছে। এজন্য এখানে আগামী ২ বছরে ৩২৫০০০ গাছ লাগানোসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২ বছরের মধ্যে ঢাকা বদলে যাবে। ১ বছরের মধ্যে ঢাকা মহানগরের কোথাও খোলা জায়গায় আবর্জনা পড়ে থাকবে না।’

 

Post MIddle

অনুষ্ঠানে অন্য বক্তরা বলেন, রাজধানী ঢাকায় সুষ্ঠু পয়ঃনিস্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষাকালে কোটি মানুষের পয়ঃ উপরে উঠে আসে। যা গ্রীষ্মকালে ধুলোয় পরিনত হয়। আর এ ধুলো পরে বাতাসের সঙ্গে মিশে মানুষের নিঃশ্বাসে প্রবেশ করে। তারা বলেন, আপনার পয়ঃ বাতাসে মিশে আপনার সন্তানেরই ফুসফুসে প্রবেশ করে।  এছাড়া ঢাকা শহরকে ঘিরে থাকা হাজারো ইটভাটার কারণে শুষ্ক মৌসুমে প্রচুর ধুলোর সৃষ্টি হয়। এ থেকে মুক্তি পেতে নগর সবুজায়ন জরুরী বলে তারা উল্লেখ করেন।

 

pic-4অনুষ্ঠানে গবেষণা ফলাফল উপস্থাপন করেন, ঢাকা শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. রুহুল আমিন। বিইউ’র আরবান ল্যাবের ওপর বিস্তারিত তথ্য উপস্থাপন করেন, বাংলাদেশ ইউনিভার্সিটির চেয়ারম্যান জনাব কাজী জামিল আজহার। ঢাকার বায়ূ দূষণ পরিস্থিতির ওপর প্রতিবেদন উপস্থাপন করেন, বিশিষ্ট নগর ও পরিবেশবিদ স্থপতি ইকবাল হাবিব। মানবদেহের ওপর বায়ূ দূষণের প্রভাবের ওপর আলোচনা করেন, জাতীয় হৃদরোগ হাসপাতালের প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক বিগ্রেডিয়ার (অব.) আবদুল মালিক প্রমুখ।

 

এর আগে www.dhakanext.com একটি ওয়েব সাইটের উদ্বোধন করেন মেয়র আনিসুল হক। এ ওয়েব সাইটে ঢাকা শহরের বায়ূ ও শব্দ দূষণের বিস্তারিত তথ্যসহ দৈনন্দিন ঢাকা শহরের পরিবেশ দূষণের তথ্য পাওয়া যাবে। অনুষ্ঠানে সরকারি বেসরকারি হাসপাতালের শিশু বিশেষজ্ঞ, সিটি কর্পোরেশনের কর্মকর্তাগণ, বিইউ’র বোর্ড অব ট্রাস্টিজ সদস্যগণ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট