সাতক্ষীরা’য় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি’র মানববন্ধন
সাতক্ষীরা’য় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি’র মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবা’র দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজে’র সামনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাতক্ষীরা সরকারি কলেজ ইউনিটে’র নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ।
১৯৮৩ সালের এনাম কমিটি ও ১৯৮৬ সালের সচিব কমিটি’র সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপকদে’র বেতন স্কেল ১০০% পদ ৩য় গ্রেডে এবং সহযোগী অধ্যাপকদে’র বেতন স্কেল ৪র্থ গ্রেডে উন্নীতকরণ। ১ম ও দ্বিতীয় গ্রেডের পদ সৃজনে’র মাধ্যমে ব্রিজিং করার জন্য পদসোপান তৈরি। সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বিষয়ে সম্মানজনক সমাধানের আশ্বাস বাস্তবায়ন। ক্যাডারদে’র প্রবেশ পদের বেতন স্কেল ৮ম গ্রেড বহাল এবং কৃত্য পেশাভিত্তিক প্রশাসনের দাবীতে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ আমান উল্লাহ আল হাদী, শিক্ষক পর্ষদ সম্পাদক আবুল কালাম আজাদ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাতক্ষীরা সরকারি কলেজ ইউনিটে’র সাধারণ সম্পাদক কাজী আসাদুল ইসলাম, বিশ্বাস সুদেব কুমার, এস.এম আবুল হাশেম, আব্দুল গফ্ফার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউর রহমান, প্রভাষক আবুল কালাম আজাদ, অরুনাংশু কুমার বিশ্বাস, মফিজুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ শাহিনুর রহমান, সহযোগী অধ্যাপক বলয় চন্দ্র ঘোষ, মোহেব উল্লাহ, মোঃ আবু সাঈদ, মনিরুল ইসলামসহ বিসিএস সাধারণ শিক্ষা সমিতি’র নেতৃবৃন্দ।