রাবিতে ড. শামসুজ্জোহা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট

IMG_2828 [Desktop Resolution]১৯৬৯ এর গণ-অভ্যুত্থানে প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ও তৎকালীন প্রক্টর ছিলেন।  শহীদ ড. শামসুজ্জোহার স্মরণে রাবি রসায়ন বিভাগ আয়োজন করেছে শহীদ ড. শামসুজ্জোহা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট – ২০১৬ । আন্ত-বর্ষের অংশগ্রহণে সর্বমোট ৬ টি দল এই টুর্নামেন্টে খেলে।  টুর্নামেন্ট ২২ শে মার্চ শুরু হয়ে ৩১ শে মার্চ ফাইনালের মধ্যে দিয়ে শেষ হয়।

 

সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয় রাবির শহীদ হবিবুর রহমান মাঠে। বৃহস্পতিবার ফাইনাল ম্যাচে জেনন ৪র্থ বর্ষ ১৩ রানে এমএসসি কে পরাজিত করে। ফাইনালে ২.৩ ওভারে ৯ রানে ৪ উইকেট নিয়ে  ম্যান অফ দ্যা ম্যাচ হন বিজয়ী দলের পেছার মোহাম্মাদ রহমতুল্লাহ এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন ২য় বর্ষের অলরাউন্ডার এস কে তুহিন। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন রসায়ন বিভাগের মাননীয় সভাপতি ড. মোঃ নজরুল ইসলাম।

 

Post MIddle

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ তরিকুল হাসান, রসায়ন বিভাগের অন্যান্য শিক্ষকমণ্ডলী, ছাত্রছাত্রীসহ আরও অনেকে।

 

লেখাপড়া২৪.কম/রাবি/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট