ঢাবির যোগাযোগ বৈকল্য বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ২ এপ্রিল

dhaka-universityঢাকা বিশ্ববিদ্যালয় যোগাযোগ বৈকল্য বিভাগের (কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগ) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২ এপ্রিল ২০১৬ শনিবার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সকাল ৯:৩০ থেকে ১০টা পর্যন্ত নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে অটিজম সচেতনতা দিবস-২০১৬ ও প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালি।

 

সকাল ১০:৩০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিরাজুল ইসলাম লেকচার হলে অনুষ্ঠিত হবে শিশু ও বয়স্কদের ভাষা ও বাচন সমস্যা শনাক্তকরণ কার্যক্রম। কার্যক্রমের উদ্বোধন করবেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। অনুষ্ঠানের ২য় পর্বে বিকেল ৩টায় সিরাজুল ইসলাম লেকচার হলে ‘অটিজম: বাংলাদেশ চিত্র’ শীর্ষক বক্তৃতা প্রদান করবেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দীন আহমেদ।

 

Post MIddle

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ও বিএসএমএমইউ-এর মনোরোগ বিভাগের ডা. মোহাম্মদ এস আই মল্লিক। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাকিম আরিফ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট