খুবি শিক্ষক সমিতির উদ্যোগে তনু হত্যার প্রতিবাদ
আজ (৩১ মার্চ ২০১৬) বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদ এবং ঘাতকদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাদী চত্বরে সকাল সাড়ে ১১ টায় ‘বর্বরতার অন্ধকারে আর কতকাল খুঁজবো পথ’ এই শ্লোগানকে সামনে রেখে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধন থেকে আরও বলা হয়, এদেশে যারা মুক্তচিন্তা করে এবং অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে তাদেরই মৃত্যুবরণ করতে হচ্ছে। আমাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে। আর যেন তনুর মতো দেশের মাটিতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
মানববন্ধনে শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান বক্তব্য রাখেন। এ সময় শিক্ষক সমিতির অন্যান্য সদস্যসহ সাধারণ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।