রওজাতুস সালিহীন মাদ্রাসায় কোরআন খতমীদের পাগড়ী প্রদান

12924467_1009842289090075_6368821387124548769_nফতুল্লায় রওজাতুস সালিহীন আলিম মাদ্রাসায় হিফজুল কোরআন খতমী ছাত্রদের পাগড়ী প্রদান ও আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ মার্চ) সকালে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন স্থানে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হিফযুল কোরআন বিভাগে ৩জন কে পাগড়ী প্রদান ও আলিম বিভাগে ৫৬ জন শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জানানো হয়।

 

অনুষ্ঠানে অত্র মাদ্রাসার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক বিভাগের চেয়ারম্যান ড. প্রফেসর আ.ন.ম রফিকুর রহমান আল মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাও. মো.মাহবুবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানের সার্বিক দায়ীত্বে ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ এফ.এম.এম আব্দুস শাকুর।

 

Post MIddle

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ড. প্রফেসর আ.ন.ম রফিকুর রহমান আল মাদানী পরীক্ষার্থীদের শুভকামনা জানান।

944902_1009001455840825_5177687773226033272_n

পছন্দের আরো পোস্ট