তনু হত্যার বিচারের দাবীতে জবিতে মানববন্ধন

JnU Tonu Pic-1তনু সহ সারা দেশে ঘটে যাওয়া সকল নারী নির্যাতন, শিশু হত্যা, খুন ও ধর্ষণের প্রতিবাদে এবং অপরাধীদের শাস্তির দাবীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার সকাল হতে বিভিন্ন বিভাগ ও সংগঠনের ব্যানারে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

 

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর এবং কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ইংরেজি বিভাগ, অর্থনীতি বিভাগ ও সাধারন শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন ভাবে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করে।মানববন্ধনে সাধারন শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, ‘আমাদের বন্ধু তনু সহ সারাদেশে যেভাবে খুন, ধর্ষনের অপসংস্কৃতি চালু হয়েছে তার দ্রুত বিচার দাবী করছি।’

 

প্রতিবাদ সমাবেশে ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান জুনায়েদ হালিম বলেন, ‘এই স্বাধীন বাংলাদেশে আমার মেয়েদেরকে যেভাবে খুন, ধর্ষনের শিকার হতে হচ্ছে তা জাতি হিসাবে আমাদেও জন্য লজ্জা জনক।তবে আমার সন্তানেরা যেভাবে এসব কর্মকান্ডের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সেটাই আমাদের স্বপ্ন দেখায়। এসময় তিনি তনু হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চান।’

 

পছন্দের আরো পোস্ট