মোরেলগঞ্জে শিক্ষার সর্বাঙ্গীন কল্যান বিষয়ক কর্মশালা

photo-(2)-29.3.16
“শিক্ষার সর্বাঙ্গীন কল্যানই আমাদের কার্যক্রমের মূলকথা”প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জ এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে  মূল্যায়ন কর্মমালা । মঙ্গলবার মোরেলগঞ্জ এডিপি’র প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ম্যানেজার ফ্যান্সিস জুরান মন্ডল।

 

Post MIddle

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এডিপি প্রোগ্রাম অফিসার ফুলি সরকার, সমর হালদার, ফরিদুল ইসলাম, মনিটরিং অফিসার বিভূতি দাস, উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা বাবুল রায়।মুক্তিযুদ্ধ বিষয়ক সঙ্গীত পরিবেশন করেন প্রধান শিক্ষক মেয়ারাজুল ইসলাম খসরু। এতে সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন কমিটি ও ফোরামের সভ্যগণ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন ।

 

লেখাপড়া২৪.কম/বাগেরহাট/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট