নবীন শিক্ষার্থীদের বরণ করলো রুয়ালফ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাজশাহী ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন অব ল ফাইন্ডার্স (রুয়ালফ)। মঙ্গলবার বেলা ১১টায় আইন বিভাগে এ নবীন বরণের আয়োজন করা হয়।
রুয়ালফ সভাপতি ফারুজুল ইসলাম ফাতিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো. ওয়ালিউল হাসনাত, সহকারী অধ্যাপক মো. মাহফুজুর রহমান, সহকারী অধ্যাপক মোছা. মমতাজ খাতুন। এসময় রুয়ালফ এর সাধারণ সম্পাদক রাকিবুল রহমান পিয়াল ছাড়াও সংগঠনের দপ্তর সম্পাদক মসিউর রহমান রিপনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।