তনু হত্যার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। হত্যাকান্ডের সাথে জড়িতদের সনাক্ত করে শাস্তির দাবি জানায় মানববন্ধনে অংশ গ্রহণকারীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের আইন ও শরিয়াহ অনুষদের সামনে থেকে শোক র্যালী বের হয়। র্যালীটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে প্রধান প্রধান ফটকের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের লয়্যার’স এন্ড ল স্টুডেন্ট’স এসোসিয়েশন এ মানববন্ধনের আয়োজন করে।
সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের বিচারের দাবিতে মানববন্ধনে আইন বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন আইন ও মুসলিম বিধান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শাহজাহান মন্ডল ও অধ্যাপক ড. রেবা মন্ডল।