ইস্টার্ন ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

1ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ) মহান স্বাধীনতা দিবস ২০১৬ উপলক্ষে (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, দুর্ধর্ষ কমান্ডো গ্রুপ-ক্র্যাক প্লাটুন বা গেরিলা বাহিনীর সদস্য হাবিবুল আলম, বীর প্রতীক। ইইউ উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান এস এম বখতিয়ার আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী।

 

Post MIddle

উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ (অব:), ডীন, পরীক্ষা নিয়ন্ত্রক, চেয়ারপার্সন, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। এর আগে ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

 

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় মুক্তিযুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গঠনে সবার আগে নিজেকে এগিয়ে আসতে হবে। তবেই কেবল জাতি হিসেবে আমরা হবো পরিপূর্ণ স্বাধীন ও আত্মনির্ভরশীল।

 

 

পছন্দের আরো পোস্ট