ঢাবি ফজলুল হক হল বাঁধনের নবীন বরণ ও ডোনার সম্মাননা
“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন” স্লোগান নিয়ে গতকাল (২৭ মার্চ ২০১৬) রবিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হল ‘বাঁধন’ আয়োজিত ‘নবীন বরণ এবং ডোনার সম্মাননা-২০১৬’ উপলক্ষে এক অনুষ্ঠান হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হারুনুর রশিদ এবং ‘বাঁধন’ ফজলুল হক মুসলিম হল ইউনিটের উপদেষ্টা শিক্ষক ড. মোহাম্মদ শামসুর রহমান উপস্থিত ছিলেন।