তনু হত্যার বিচার দাবিতে জাতীয় স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন 

20160327_194041গত ২০ মার্চ কুমিল্লা  ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহগী জাহান তনুর হত্যাকান্ডের বিচারের দাবিতে এখনও আন্দোলন অব্যাহত রয়েছে। তার মৃত্যুর অষ্টম দিনেও খুনিদের ধরার ব্যাপারে কোনো অগ্রগতি নেই।

 

তারই জের ধরে গণ বিশ্ববিদ্যালয়ের কালের কন্ঠ- শুভ সংঘ ইউনিটের সদস্যরা রোববার সন্ধ্যায় জাতীয় স্মৃতিসৌধের সম্মুখে মোমবাতী প্রোজ্জ্বলন ও খুনিদের অবিলম্বে বিচারের দাবি করেন। এ সময় গণ বিশ্ববিদ্যালয়ের কালের কন্ঠ- শুভ সংঘ ইউনিটের সভাপতি রানা মিত্র, সাধারণ সম্পাদক রেজওয়ান বিন মাহফুজ, তথ্য ও প্রচার সম্পাদক আল নাঈম তরফদার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

20160327_193734তাদের সাথে একাত্ত্বতা জানিয়ে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আল আজাদ ও  উপদেষ্টা ওমর ফারুক সোহান  এবং গণ বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবী সংগঠন বৃন্তের সভাপতি বিধান মুখারজী উপস্থিত ছিলেন ।

 

বক্তারা অবিলম্বে খুনিদের দ্রুত বিচার না হলে তাদের এই অন্দোলন অব্যাহত থাকবে এবং নারীদের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সকলকে আহ্বান করেন।#

 

লেখাপড়া২৪.কম/আরএইচ   

পছন্দের আরো পোস্ট