জাবিতে ৪৪তম ব্যাচের প্রথম বর্ষপূতি
‘একতার বন্ধনে থাকবো মোরা একসাথে’ এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের শিক্ষার্থীরা প্রথম বর্ষপূতি উদযাপন করেছে। সোমবার ইতিহাস বিভাগ থেকে র্যালী বের হওয়ার মধ্য দিয়ে বর্ষপূর্তির কর্মসূচি শুরু হয়। পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা র্যালী নিয়ে ব্রান্ড বাজিয়ে রং মেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত করে তুলে পুরো ক্যাম্পাস।
বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী নন্দিতা সরকার বলেন, আমরা এদিনে সবুজের এ রাজধানীতে এসেছিলাম। আজকে এক বছর পর আবার ঘুরে এলো সেই দিনটি। তাই আজ আমরা বর্ণিল আয়োজনে মধ্য দিয়ে দিনটিকে বরণ করে নিচ্ছি।