জাবিতে সাংস্কৃতিক সন্ধ্যা

IMG_20160328_185010(1)জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়য়ে ‘হোক গানে গানে বিনিময়’ স্লোগানকে প্রতিপাদ্য করে ‘রচি মম ফাল্গুনী ’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা সাতটায় ছাত্র শিক্ষক কেন্দ্রের উদ্যোগে সেলিম আল দীন মুক্তমঞ্চে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে আগত শিল্পী ও গবেষক অভিজিৎ মজুমদার , রবীন্দ্র ভারতীর সুকান্ত চক্রবতী, বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী সেঁজুতি বড়–য়া এবং আরও অনেকে এ অনুষ্ঠানে গান পরিবেশন করেন।

 

Post MIddle

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন , সাবেক শিক্ষক সমিতির সভাপতি মো. খবির উদ্দিন, জনসংযোগ অফিসের উপ-পরিচালক আবদুস সালাম মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

লেখাপড়া২৪.কম/জাবি/শারমিন/এমএএ

পছন্দের আরো পোস্ট