জাবিতে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান

JU“হোক গানে গানে বিনিময়” এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রের উদ্যোগে ‘রচিমম ফাল্গুনী ’শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আজ(২৮ মার্চ) সোমবার সন্ধ্যা ৬:০০ টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে এ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

 

অনুষ্ঠানে থাকছে শান্তিনিকেতনের আদলে বসন্তবরণের চারণ গানের আয়োজন ‘বৈতালিক’, সেতার বাদন, কবি গুরুর বসন্তের গান পরিবেশনায় “নাগানগাওয়ার  দল”।

 

Post MIddle

এছাড়া বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে আগত শিল্পী ও গবেষক অভিজিৎ মজুমদার ,রবীন্দ্র ভারতীর সুকান্ত চক্রবতী, বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী সেঁজুতি বড়ুয়া এবং আরও অনেকে গান পরিবেশন করবেন ।
সেতার বাদনে থাকবেন শিল্পী এবাদুল হক সৈকত ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের প্রমুখ উপস্থিত থাকবেন।

পছন্দের আরো পোস্ট