জাবিতে তনু হত্যার শাস্তির দাবিতে মশাল মিছিল
সোহাগী জাহান তনু’র হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যাল শহীদ মিনার থেকে শুরু হয়ে বিশমাইলে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সাংস্কৃতিক জোটের সভাপতি জোবায়ের টিপু বলেন, এরকম সেনাবাহিনীর নিরপত্তা বলয়ের মধ্যে থেকে যদি তনু হত্যাকান্ডের মত ঘটনা ঘটে থাকে। তাহলে দেশবাসীর নিরাপত্তা কোথায়। অতিদ্রুত তনু হত্যাকারীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
মশাল মিছিলে জাবি শাখা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক সুষ্মিতা মরিয়ম, ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক আাবিদ সরকার সোহাগ, চিরকুটের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুম মুনাওয়ার, সাংস্কৃতিক সংগঠন আনন্দনের সাধারণ সম্পাদক ঝুমা আক্তার পিয়াসহ সাংস্কৃতি সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ চলাকালে প্রায় আধাঘন্টা ঢাকা-আরিচা মহাসড়ক গাড়ী চলাচল বন্ধ ছিল।
উল্লেখ্য, তনু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও সংস্কৃতিকর্মী ছিলেন।#
লেখাপড়া২৪.কম/শারমীন/আরএইচ