গণবি শিক্ষাথীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
নবীনদের বরণ, পুরনোদের বিদায় সংবর্ধনার পাশাপাশি এক যুগপূর্তি উৎসব পালন করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগ। সোমবার (২৮ মার্চ) একাডেমিক ভবনের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিষ্ট্রার মো. দেলোয়ার হোসেন এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মাহমুদ শাহ কোরেশী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনীতি ও প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. এম নজরুল ইসলাম। এসময় ফুল ও ক্রেস্ট দিয়ে নবীনদের বরণ এবং প্রবীণদের বিদায় জানান অতিথিবৃন্দরা। এছাড়া যুগপূর্তি উৎসবে বিশেষ সংবর্ধনা দেয়া হয় বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নাসিম আকতার হোসাইনকে। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
লেখাপড়া২৪.কম/গণবি/তারেক/এমএএ