ড্যাফোডিলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

01মহান স্বাধীনতা যুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয়ে যথাযোগ্য মর্যদা ও বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৬ উদযাপন করেছে।

 

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় সঙ্গীত পরিবেশনা, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, ডিআইইউ ডিবেটিং ক্লাবের আয়োজনে স্বাধীনতা দিবস বির্তক প্রতিযোগীতা এবং উত্তরা ক্যাম্পাস সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে।

 

Post MIddle

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য এবং এ্যামিরিটার্স প্রফেসর ড. আমিনুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক, একাডেমিক (উত্তরা ক্যাম্পাস) তানজিনা হোসেন, সহযোগী পরিচালক, ড. হারুন-অর-রশিদ, সহকারী পরিচালক দিলজেব কবির রিপন সহ বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তাবৃন্দ। ##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট