রাবিতে তনু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Ru Human Chain News Pic 27.03.16কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তনু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। রোববার বেলা ১২টায় রবীন্দ্র কলা ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।

 

কর্মসূচি থেকে অবিলম্বে এ হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত ও বিচারের জোর দাবি জানায় তারা। বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ওই বিভাগের সভাপতি ড. মো. আওয়াল হোসেন মোল্যা।

 

এসময় তিনি বলেন, ‘কোন মেয়েকে ধর্ষণের পর হত্যার ঘুটনা সত্যিই জঘন্য অপরাধ। এ হত্যাকান্ডের মধ্য দিয়ে আমরা দেখলাম এদেশে একজন নারী কতটা অনিরাপদ। একজন নারীকে সব সময় চিন্তিত থাকতে হয় তার জীবন নিয়ে। আর কত নারী অপমানিত হবে, নির্যাতিত হবে? এরূপ ধর্ষণ ও হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

 

মানববন্ধনে লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষাথী আবু বক্কর সিদ্দিক বলেন, সরকারকে অবিলম্বে এ হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের জোর দাবি জানাই। স্বাধীন বাংলাদেশে এরকম ঘটনা আমরা আর দেখতে চাইনা। আমরা এ ধর্ষণ ও হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

 

 

পছন্দের আরো পোস্ট