নোবিপ্রবিতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৬ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা, প্রীতি ভলিবল, পিলো প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ইত্যাদি।
সকাল ৯টায় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান জাতীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে কার্যকর্ম শুরু হয়। এরপর তাঁর নেতৃত্বে একটি র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। অত:পর মাননীয় উপাচার্য কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। ক্রমেই সকলের আগমন ঘটে শহীদ মিনার চত্ত্বরে; ফুলে ফুলে ভরে উঠে শহীদ মিনার বেদি। শহীদদের উদ্দেশে নোবিপ্রবি শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, বিভিন্ন বিভাগ, হল প্রভোস্ট ও কর্মচারীবৃন্দ সহ নোবিপ্রবির বিভিন্ন সাংস্কৃতিক সংঘঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল সাড়ে ১০টায় ‘মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ’ শিরোনামে উপাচার্য মহোদয়ের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো: আবুল হোসেন, ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট ড. মোহাম্মদ ইউসুফ মিঞা, হযরত বিবি খাদিজা হলের প্রভোস্ট জনাব ভক্ত সুপ্রতিম সরকার, শিক্ষক সমিতির সভাপতি মেহেদী মাহমুদুল হাসান, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক এ এইচ এম নিজাম উদ্দিন চৌধুরী, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, কর্মচারী প্রতিনিধি গিয়াস উদ্দিন সোহাগ, ছাত্রী জান্নাতুল কাওনাইন ও ছাত্র রবিন ইসলাম প্রমুখ।
উপাচার্য তাঁর বক্তব্যের শুরুতে সর্বকালের সর্বশ্রষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল বীর যোদ্ধাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় নেতৃত্বে। এ জন্যে তাঁকে দীর্ঘ ত্যাগ স্বীকার করতে হয়েছে। তিনি তাঁর জীবনের সোনালী সময়গুলো অকাতরে বিলিয়ে দিয়েছেন এ জাতির মুক্তির জন্য। উপাচার্য বলেন, আজকের আলোচনার বিষয়বস্তু খুবই তাৎপর্যপূর্ণ। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ। মুক্তিযুদ্ধ এবং আজকের বাংলাদেশের সাথে বঙ্গবন্ধু একইসূত্রে গাঁথা। তিনি বলেন, কষ্টার্জিত আমাদের স্বাধীনতা কেউ যাতে নষ্ট করতে না পারে সেদিকে আমাদের সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। তিনি সকলকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহবান জানান এবং আজকের তরুণদেরকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক ইতিহাস জেনে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার জন্য উদাত্ত আহবান জানান।
সভায় কবিতা আবৃত্তি করেন ইংরেজী বিভাগের চেয়ারম্যান মো: নাসির উদ্দিন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ ও মহান মুক্তিযুদ্ধের উপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভাটি সঞ্চালনা করেন এফআইএমএস বিভাগের সহকারী অধ্যাপক মাহাবুবুর রহমান ও ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক শিরিন আক্তার পপি। দুপুর ১২.৩০টায় অডিটোরিয়ামের সামনের মাঠে অনুষ্ঠিত হয় প্রীতি ভলিবল ও পিলো প্রতিযোগিতা। এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত ‘মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতা ও প্রীতি ভলিবল ও প্রীতি পিলো প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়।#
লেখাপড়া২৪.কম/আরএইচ