জাবি ও বিএসএমআরএমইউ এর সমঝোতা চুক্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএমইউ) এর শিক্ষা-গবেষণা সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের এবং বিএসএমআরএমইউ’র পক্ষে রেজিস্ট্রার কমোডোর এম আবিদুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।
এ অনুষ্ঠানে বিএসএমআরএমইউ উপাচার্য রিয়ার এডমিরাল এএসএম আবদুল বাতেন, ডিন কমোডোর এম জিয়াউদ্দিন আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন। সমঝোতা চুক্তি অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
এ চুক্তির আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকগণ শিক্ষা ও গবেষণা কর্মকা-ে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।##
লেখাপড়া২৪.কম/এমএইচ