জাবিতে স্বাধীনতা দিবসে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

12910563_1674245252825677_983816689_nমহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের আবাসিক শিক্ষার্থী ও জাবি ছাত্রলীগের নেতাকর্মীরা বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে।শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে মওলানা ভাসানী হলে এ বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।

 

মওলানা ভাসানী হলের আবাসিক শিক্ষার্র্থী ও শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদুর রহমান আকন্দ বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে বৃক্ষরোপনের মত একটি মহৎ কাজের সূচনা করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার প্রয়াসে কাজ করতে চাই।

 

Post MIddle

12910377_1674245266159009_86173302_nবৃক্ষরোপন কমসূচিতে মওলানা ভাসানী হল প্রাধ্যক্ষ সৈয়দ হাফিজুর রহমান, সহকারী আবাসিক শিক্ষক এম এম ময়েজউদ্দিন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব আহমেদ রাসেল, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক বেলাল মাহমুদ, উপ-গণ বিষয়ক সম্পাদক দিদার হোসেন, মানব উপ-সম্পাদক ফিরোজুর রহমান, সহ-সম্পাদক মেহেদী হাসান রোমান, ছাত্রলীগের কার্যকরী সদস্য ইবনে সউদ মিশু, শহীদ রফিক-জব্বার হল সভাপতি নওশাদ আলম অনিকসহ ছাত্রলীগের অধ-শতাধিক নেতাকর্র্মী উপস্থিত ছিলেন।

 

লেখাপড়া২৪.কম/শারমিন/আরএইচ

পছন্দের আরো পোস্ট