কুয়েটের মেডিকেল সেন্টারে নতুন ল্যাব যন্ত্রপাতির উদ্বোধন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেডিকেল সেন্টারের নতুন ল্যাব যন্ত্রপাতির উদ্বোধন আজ রবিবার (২৭ মার্চ) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর ল্যাবের নতুন যন্ত্রপাতিগুলো উদ্বোধন করেন এবং এগুলোর কার্যক্রম সম্পর্কে খোজ খবর নেন।
নতুন যন্ত্রপাতি সংযুক্ত হওয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেডিকেল সেন্টার হতে আরো বেশী সেবা পাবে বলে এসময় তিঁনি আশা প্রকাশ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাঃ রিফাত সুলতানা শেলী, রেজিস্ট্রার মোঃ আব্দুর রউফসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেডিকেল সেন্টারে সন্নিবেশিত নতুন ল্যাব যন্ত্রপাতির মধ্যে রয়েছে হিউমালাইজার ৩০০০, নিকোকার্ড রিডার ও ইনকিউবেটর। এসমস্ত যন্ত্রপাতির মাধ্যমে বায়োকেমিষ্ট্রির সবধরণের পরীক্ষা, এইচবিএআইসি পরীক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণসহ বিভিন্ন পরীক্ষা করা সম্ভব হবে।